তীর্থ-সলিল/যুগ্মপত্নীর প্রেম
অবয়ব
যুগ্মপত্নীর প্রেম।
যুগ্ম পত্নী ছিল এক প্রাচীন জনের,
প্রৌঢ়া এক, বালা এক,—এই দু’জনের।
যখন বসিত বুড়া বালা-স্ত্রীর ঘরে,
পাকা চুল তুলিত সে আগ্রহের ভরে;
প্রৌঢ়া কিন্তু পাকা চুল তুলিবার ছলে,
কাঁচা উপাড়িত!—নিজ মিলাতে কুন্তলে!
দিনে দিনে এইরূপে বেড়ে উঠে প্রেমের বিপাক,—
দেখা দিল বিপ্র শিরে মাথা-জোড়া বিপর্য্যয় টাক!
লা ফন্তেন্।