ম্যাসিডনের ওরেস্তেস
অবয়ব
ওরেস্তেস | |
---|---|
ম্যাসিডনের রাজা | |
পূর্বসূরি | ক্রাতেরোস |
উত্তরসূরি | দ্বিতীয় এরোপস |
রাজবংশ | আর্গিয়াদ |
পিতা | প্রথম আর্কেলাওস |
ধর্ম | প্রাচীন গ্রিক ধর্ম |
ওরেস্তেস (গ্রিক: Ὀρέστης) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের রাজা ছিলেন।
জীবনী
[সম্পাদনা]ওরেস্তেস আর্গিয়াদ রাজবংশের ত্রয়োদশ রাজা প্রথম আর্কেলাওসের পুত্র ছিলেন। প্রথম আর্কেলাওসকে হত্যা করে ক্রাতেরোস যখন সিংহাসনে আরোহণ করেন, তখন ওরেস্তেস শৈশবাবস্থায় ছিলেন। সেই কারণে দ্বিতীয় এরোপসকে রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত করে শিশু ওরেস্তেসকে রাজা হিসেবে সিংহাসনে বসানো হয়। চার বছর পরে, দ্বিতীয় এরোপস তাকে হত্যা করে সিংহাসন অধিকার করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]ম্যাসিডনের ওরেস্তেস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী ক্রাতেরোস |
ম্যাসিডনের রাজা ৩৯৯-৩৯৬ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী দ্বিতীয় এরোপস |