UN News Bangla

UN News Bangla’s avatar

সংবাদ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যাক্তিপর্যায়ে জাতিসংঘের বিভিন্ন খবর ও ফিচার অডিও আকারে সরবরাহ করে থাকে জাতিসংঘ রেডিও। জাতিসংঘ রেডিও মূলত বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম এবং সেসব সম্পর্কিত খবরাখবরকেই গুরুত্ব দিয়ে থাকে। জাতিসংঘের ছয়টি সরকারী ভাষা – আরবী , চীনা, ইংরেজী, ফরাসী, রুশ এবং স্প্যানিশ ছাড়া সোয়াহেলি এবং পর্তুগিজ ভাষায় দৈনিক সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার করে থাকে জাতিসংঘ রেডিও। এই ভাষাগুলির প্রত্যেকটির আলাদা আলাদা ওয়েবসাইট আছে এবং ব্যানারে এগুলোর সংযোগ চিহ্নিত রয়েছে। এছাড়া, জাতিসংঘ রেডিও বাংলা , হিন্দি, উর্দু এবং ইন্দোনেশীয় ভাষায় সাপ্তাহিক অনুষ্ঠান করে থাকে। আর, এই চারটি ভাষার মধ্যে শুরু হয়েছে বাংলা ভাষায় আলাদা ওয়েবসাইটে জাতিসংঘ রেডিওর বাংলা অনুষ্ঠান। জাতিসংঘ রেডিওর সম্পাদকীয় দপ্তর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অবস্থিত এবং এই কারণে জাতিসংঘ সদর দপ্তর এবং বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আরো যেসব দপ্তর বা মিশন রয়েছে সেসব জায়গায় যাঁদেরকে ঘিরে খবর তৈরি হয় তাঁদের কাছে জাতিসংঘ রেডিও সহজেই পৌঁছে যেতে পারে। এছাড়াও বিশ্বব্যাপী জাতিসংঘের যে নেটওর্য়াক রয়েছে তার মাধ্যমে জাতিসংঘের কার্যক্রমের সুফল যাঁরা পাচ্ছেন তাঁদের সাক্ষাৎকারও আমরা নিয়ে থাকি। সম্প্রচার বলতে সাধারণভাবে যা মনে করা হয় , জাতিসংঘ রেডিওর সম্প্রচার কার্যক্রম এখন আর সেভাবে চলে না। আমাদের খবর, ফিচার বা সাক্ষাৎকারের অডিও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং সেখান থেকে যেকোন সম্প্রচারক প্রতিষ্ঠান বা ব্যাক্তি তা ডাউনলোড করতে পারেন। বিশ্বের বহু রেডিও ষ্টেশন জাতিসংঘ রেডিওর অনুষ্ঠান পুনঃপ্রচার করে থাকে। জাতিসংঘ রেডিওর অনুষ্ঠান ডাউনলোড করার জন্য প্রথমে একবার রেজিষ্ট্রেশন করতে হয় এবং এই সেবার জন্য কোন অর্থ দিতে হয় না ।

UN News Bangla’s tracks

Your current browser isn't compatible with SoundCloud.
Please download one of our supported browsers. Need help?

Sorry! Something went wrong

Is your network connection unstable or browser outdated?

Popular searches