ভালভা
মানুষের ভালভা | |
---|---|
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | জেনিটাল টিউবারকল, ইউরোজেনিটাল ফোল্ড |
তন্ত্র | [[স্ত্রী প্রজন ন তন্ত্র]] |
ধমনী | অন্তঃস্থ পিউডেন্ডাল ধমনী |
শিরা | অন্তঃস্থ পিউডেন্ডাল শিরা |
স্নায়ু | পিউডেন্ডাল স্নায়ু |
লসিকা | সুপারফিশাল ইঙ্গুইনাল লিম্ফ নোড |
শনাক্তকারী | |
লাতিন | মধ্যযুগীয় ল্যাটিন থেকে volva or vulva, বা সম্ভবত ল্যাটিন volvere থেকে |
মে-এসএইচ | D014844 |
টিএ৯৮ | A09.2.01.001 |
টিএ২ | 3547 |
এফএমএ | FMA:20462 |
শারীরস্থান পরিভাষা |
যোনিদ্বার বা ভালভা (ইংরেজি vulva, যা ল্যাটিন vulva, বহুবচনে vulvae বা vulvas; ব্যুৎপত্তি দেখুন একটি বহিঃস্থ স্ত্রী যৌনাঙ্গ।[১] যদিও কথ্য ভাষায় স্ত্রী যৌনাঙ্গ বোঝাতে সচারচর যোনি ব্যবহৃত হয়, কিন্তু সুনির্দিষ্ট করে বলতে গেলে যোনি একটি অভ্যন্তরীণ যৌনাঙ্গ, যেখানে ভালভা বলতে বোঝায় সমগ্র বহিঃস্থ যৌনাঙ্গ। এই নিবন্ধে মানুষের ভালভা আলোচনা করা হয়েছে, তবে গঠন সকল স্তন্যপায়ী প্রাণীর জন্য একই।
ভালভা বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত, যেমন: লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, মন্স পিউবিস, ক্লিটোরিস, ভেস্টিবিউলার বাল্ব, ভালভাল ভেস্টিবিউল, মেজর ও মাইনর ভেস্টিবিউলার গ্রন্থি, এবং ভ্যাজাইনাল অরফিস। ভালভার বিকাশ বেশ কয়েকটি ভাগে সম্পূর্ণ হয়।
ভালভার যৌন ভূমিকা রয়েছে। ভালোভাবে উত্তেজিত হলে এর বহিঃস্থ প্রত্যঙ্গগুলো প্রচণ্ড যৌনসুখ দিতে পারে।
ভাষাতত্ত্ব
[সম্পাদনা]ব্যুৎপত্তি
[সম্পাদনা]গঠন
[সম্পাদনা]মানুষের ক্ষেত্রে ভালভার প্রধান অংশগুলো হচ্ছে:[২]
- মন্স পিউবিস
- লেবিয়া, যা লেবিয়া মেজরা ও লেবিয়া মাইনরা দ্বারা গঠিত
- ভগাঙ্কুরের বহিঃস্থ অংশ (ল্যাটিন: ক্লিটোরাল গ্ল্যান্স) এবং ক্লিটোরাল হুড
- ভালভাল ভেস্টিবিউল
- ক্লেফট অফ ভেনাস
- ফ্রেনুলাম লেবিওরাম পিউডেন্ডি বা ফোরশেট
- প্রবেশমুখ (বা ইউরিনারি মেটাস)
- যোনির প্রবেশমুখ (বা ইনট্রোয়টাস)
- যোনিচ্ছদ এবং
অন্যান্য গঠন:
- পেরিনিয়াম
- লেবিয়া মেজরার সেবাসিয়াস গ্রন্থি
- যোনীয় গ্রন্থি:
- বার্থোলিনের গ্রন্থি
- প্যারাইউরেথ্রাল গ্রন্থি, যা স্কিনি গ্রন্থি নামে পরিচিত
বিকাশ
[সম্পাদনা]ভ্রূণ
[সম্পাদনা]জীবন শুরুর প্রথম আট সপ্তাহে ছেলে ও মেয়ে ভ্রূণের প্রাথমিক প্রজনন ও যৌন অঙ্গগুলো একই থাকে, এবং মাতৃ হরমোগুলো এগুলোর বিকাশ নিয়ন্ত্রণ করে। ছেলে ও মেয়ের বৈশিষ্ট্যসূচক অঙ্গগুলো পৃথক হওয়া শুরু করে তখন, যখন ভ্রূন নিজের হরমোন নিজেই উৎপাদনে সক্ষম হয়। যদিও বারো সপ্তাহের আগে দেখে লিঙ্গ নির্ধারণ করা কষ্টসাধ্য।
ষষ্ঠ সপ্তাহে ক্লোকাল মেমেব্রেনের সামনে থেকে জেনিটাল টিউবারকল বিকশিত হতে শুরু করে।
তৃতীয় মাসের শুরুতে জেনিটাল টিউবারকল ভগাঙ্কুরে পরিণত হয়। ইউরোজেনিটাল ভাঁজ হয় লেবিয়া মাইনরায় পরিণত হয় এবং লেবিওসক্রোটাল সুয়েলিংস হয় লেবিয়া মেজরা।
শিশুকাল
[সম্পাদনা]জন্মের পর, শিশুর ভালভা (এবং স্তন কলা—দেখুন উইচেস দুগ্ধ) তুলনামূলকভাবে বড়ো ও স্পষ্টদর্শন থাকে, এবং এটা ঘটে কারণ অমরা থেকেই মায়ের কারণে শিশুর দেহে হরমোন ক্ষরণের সীমার বৃদ্ধি অপরিবর্তিত থাকে। পরবর্তী সময়ের চেয়ে ক্লিটোরিস তাই তুলনামূলকভাবে বড়ো থাকে। যখন এই হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়, ভালভা ছোট হয়ে স্বাভাবিক আকৃতি ফিরে পায়।
এক বছর বয়স থেকে বয়ঃসন্ধি শুরুর পূর্ব পর্যন্ত, শরীরের অন্যান্য স্থানের বৃদ্ধি/পরিবর্তনের তুলনায় ভালভাতে কোনো দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হয় না।
বয়ঃসন্ধি
[সম্পাদনা]বয়ঃসন্ধি শুরুর পর থেকে ভালভাতে বেশ কতোগুলো পরিবর্তন আসে। এটি আগের তুলনায় আকার বড় ও আরও বেশি বাইরের দিকে প্রকাশিত হয়। এর রঙ পরিবর্তন হতে পারে এবং যৌনকেশ (পিউবিক হেয়ার) দেখা যায়। যৌনকেশের উপস্থিতি প্রথমে লেবিয়া মেজরায় দেখা যায়, পরবর্তীকালে তা মন্স পিউবিসে ছড়িয়ে পড়ে। এছাড়া কিছুক্ষেত্রে উরুর ভেতরাংশে ও পেরিনিয়ামেও যৌনকেশের উপস্থিতি থাকতে পারে।
প্রাকবয়ঃসন্ধিকালীন মেয়েদের ক্ষেত্রে ভালভা প্রাপ্তবয়স্ক সময়ের চেয়ে কিছুটা সম্মুখদিকে বেরিয়ে এসে অবস্থান করে। দাঁড়িয়ে থাকলে তাই লেবিয়া মেজরা ও পিউডেন্ডাল ক্লেফট-এর বেশখানিকটা অংশ দৃশ্যমান হয়। বয়ঃসন্ধির সময় মন্স পিউবিস-এর আকৃতি বৃদ্ধি ঘটে। লেবিয়া মেজরার সামনের অংশ পিউবিক অস্থি থেকে সামনের দিকে ঠেলে দেয়, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তা ভূমির সাথে সমান্তরালে অবস্থান করে। মেদ কলার ভিন্নতাও এই পরিবর্তনে প্রভাব ফেলে।
শিশু জন্মদান
[সম্পাদনা]শিশু জন্মদানের সময় যোনি ও ভালভা অবশ্যই শিশুর মাথার আকৃতির প্রতি লক্ষ্য রেখে সে অনুযায়ী প্রসারিত হতে হয় (প্রায় ৯.৫ সেন্টিমিটার বা ৩.৭ ইঞ্চি)। এর ফলে যোনির প্রবেশমুখ, লেবিয়া ও ভগাঙ্কুর ছিড়ে যাবার সম্ভাবনাও থাকে। এই ছিড়ে যাওয়া রোধ করতে কিছু ক্ষেত্রে এপিসায়োটমি (পেরিনিয়াম কাটার শল্যচিকিৎসা) করা করা হয়, কিন্তু এটার প্রযোজ্যতা ও কর্মপদ্ধতি এখনো বিতর্কিত।
গর্ভধারণের সময় সংঘটিত কিছু পরিবর্তন স্থায়ী হয়ে যেতে পারে।
রজঃনিবৃত্তি পরবর্তী সময়
[সম্পাদনা]রজঃনিবৃত্তির সময় হরমোন ক্ষরণের সীমা কমে যায়, এবং এটা ঘটার ফলে প্রজনন কলা ও এসকল হরমোনের দ্বারা প্রতিক্রিয়াশীল অঙ্গগুলো আকৃতিতে ছোট হয়ে যেতে থাকে। মন্স পিউবিস, লেবিয়া, এবং ভগাঙ্কুর রজঃনিবৃত্তির পরে আকারে ছোট হয়ে যায়, তবে তা প্রাক-বয়ঃসন্ধি অবস্থার মতো নয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ডরল্যান্ডের মেডিকাল অভিধানে ভালভা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০০৯ তারিখে
- ↑ শব্দকোষ
বহিঃসংযোগ
[সম্পাদনা]- 3D Vulva - মানুষের ভালভার ত্রিমাত্রিক চিত্র এবং অ্যানিমেশন
- "'V' is for vulva, not just vagina" - হ্যারিয়েট লার্নার রচিত নিবন্ধ, যা “যোনি” শব্দটির বিভিন্ন ভুল ব্যবহার নিয়ে আলোচনা করেছে
- Vulvar Anatomy Video - ভালভার বিস্তারিত গঠন সম্বন্ধীয় ভিডিও চিত্র
- Vulvas and Vaginas in Mythology, History and Art - This article by Kirsten Anderberg explores vulvae and vaginas in empowerment mythology, in history and in art
- Pink Parts ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ অক্টোবর ২০০৮ তারিখে - "Walk through" of female sexual anatomy by sex activist and educator Heather Corinna (illustrations; no explicit photos)